মার্কিন যুক্তরাষ্ট্রের সেলিব্রিটি গসিপ ম্যাগাজিন ইন্টারচে গত বছর প্রচ্ছদ কাহিনী হিসেবে প্রকাশিত হয়েছিল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা(Ex US Prsident Barak Obama) এবং হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার অ্যানিস্টোনের (Hollywood popular actress Jenifer Anitone)) প্রেমের সম্পর্কের কথা।
‘দ্য ট্রুথ অ্যাবাউট জেন এন্ড বারাক’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল। যেখানে লেখা হয়েছিল জেনিফার অ্যানিস্টন মিশেলের স্বামীর মনোযোগ করে বিশ্বাসঘাতকতা করেছে জেনিফার ও বারাক পরস্পরের প্রতি মোহাচ্ছন্ন।
অনেকেরই বিশ্বাস জেনিফার অ্যানিস্টনের সঙ্গে পরকীয়ায় মজেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। তারই ফলশ্রুতি হিসেবে নাকি স্ত্রী মিশেলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন ওবামা
গুঞ্জন এখন ক্রমশই জোরালো হচ্ছে। জেনিফার এসব কথায় কান না দিলেও নেট দুনিয়ায় এই হাই প্রোফাইল প্রেম কাহিনী যথেষ্ট ঝড় তুলেছে। গত বছর প্রকাশিত ওই প্রতিবেদনের সূত্র ধরেই এই গুঞ্জন ছড়াতে শুরু করেছিল। যা আরো জোরালো হয়েছে মিশেল- ওবামার সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ার পর। গত বছর শেষের দিকে একটি টেলিভিশন লেট নাইট শোতে সাক্ষাৎকারের সময় বারাকের সঙ্গে তার নাম জড়ানোর কথা শুনে হাসতে শুরু করেছিলেন। মন্তব্য করেছিলেন ট্যাবলেয়েডের ‘বানানো স্টোরি’। ফ্রেন্ডস ছবির গ্রিন চরিত্রের অভিনেত্রী জেনিফার বলেন, ‘আমি একবার মাত্র ওর সঙ্গে সাক্ষাৎ করেছি’।
রাজনীতির সঙ্গে রুপোলি পর্দার যোগ মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন কিছু নয়। এর আগে জেনিফার প্রাক্তন প্রেসিডেন্ট কে নিয়ে অনেক অন্তরঙ্গ কথা
শেয়ার করেছিলেন। ওবামা পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার কথাও অস্বীকার করেননি অভিনেত্রী। এমনকি একথাও বলতে তার এ …